হাতীবান্ধায় পুকুর খননে মিলল মর্টার শেল

পুলিশ জানায়, মর্টার শেলটি লম্বায় ১২ ইঞ্চি; ওজন ৫/৬ কেজি। ধারণা করা হচ্ছে- শেলটি ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময়কার।

Mar 8, 2024 - 09:53
 0  2
হাতীবান্ধায় পুকুর খননে মিলল মর্টার শেল

লালমনিরহাটের হাতীবান্ধায় পুকুর খননের মাটিতে পরিত্যক্ত মর্টার শেল পাওয়া গেছে। শেলটি দেখতে উৎসুক মানুষের ভিড় জমে।

বুধবার বিকালে উপজেলার বড়খাতায় পুরাতন মুন্সিটারী জামে মসজিদের ঈদগাহ মাঠে মাটিতে মর্টার শেলটি পাওয়া যায়। সেই মাটি পাশের একটি পুকুর থেকে তোলা হয় বলে এলাকাবাসী জানান। পরে শেলটি হাতীবান্ধা থানা পুলিশ তাদের হেফাজতে রাখে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ঈদগাহ মাঠে জন্য পুকুর থেকে মাটি খনন করা হয়। খননের মাটি দিয়ে মাঠটি সমান করতে গিয়ে এক শ্রমিকের কোদালে ধাতব বস্তুর ঘষা লাগে। ওপরে তুলে দেখা যায়, এটি একটি পরিত্যক্ত মর্টার শেল। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মর্টার শেলটি উদ্ধার করে একটি খোলা মাঠে রাখে।

পুলিশ জানায়, মর্টার শেলটি লম্বায় ১২ ইঞ্চি; ওজন প্রায় ৫/৬ কেজি। ধারণা করা হচ্ছে- শেলটি ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময়কার।

মাটি কাটার শ্রমিক রফিকুল ইসলাম বলেন, “পুকুর থেকে মাটি তুলে ঈদগাহ মাঠে ভরাট করা হচ্ছিল। মাটি সমান করতে গিয়ে কোদালে ঘষা লাগে বস্তুটির। মাটির নিচ থেকে বের করে বোমা দেখে পুলিশকে খবর দিই।”

হাতীবান্ধা থানা পুলিশের উপ-পরিদর্শক শফিক বলেন, “মর্টার শেলটি নিরাপদ স্থানে রেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিশেষজ্ঞ দল এলে নিষ্ক্রিয় করা হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow