মাছ-মাংসসহ ২৯ পণ্যের দাম নির্ধারণ করে দিলো সরকার
অনলাইন প্রতিবেদনঃ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের পদক্ষেপ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ২৯টি পণ্যের মূল্য বেঁধে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। শুক্রবার কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
- বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষি বিপণন আইন ২০১৮-এর ৪(ঝ) ধারার ক্ষমতাবলে কৃষি বিপণন অধিদপ্তর নিত্যপ্রয়োজনীয় পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত দামে কৃষিপণ্য কেনাবেচার জন্য অনুরোধ করা হলো।
- প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন নির্ধারিত তালিকা অনুযায়ী মুগ ডালের পাইকারি বাজার মূল্য হবে ১৫৮ টাকা ৫৭ পয়সা ও খুচরা ১৬৫ টাকা ৪১ পয়সা। এ ছাড়া মাসকলাইয়ের পাইকারি বাজার মূল্য ১৪৫ টাকা ৩০ পয়সা ও খুচরা ১৬৬ টাকা ৪১ পয়সা, ছোলার (আমদানিকৃত) পাইকারি বাজার মূল্য ৯৩ টাকা ৫০ পয়সা ও খুচরা ৯৮ টাকা ৩০ পয়সা, মসুরডাল (উন্নত) পাইকারি বাজার মূল্য ১২৫ টাকা ৩৫ পয়সা ও খুচরা ১৩০ টাকা ৫০ পয়সা, মসুরডাল (মোটা) পাইকারি বাজার মূল্য ১০০ টাকা ২০ পয়সা ও খুচরা ১০৫ টাকা ৫০ পয়সা , খেসারিডাল পাইকারি বাজার মূল্য ৮৩ টাকা ৮৩ পয়সা ও খুচরা ৯২ টাকা ৬১ পয়সা।
- পাঙাশ (চাষের মাছ) পাইকারি বাজার মূল্য ১৫৩ টাকা ৩৫ পয়সা ও খুচরা ১৮০ টাকা ৮৭ পয়সা, কাতল (চাষের মাছ) পাইকারি বাজার মূল্য ৩০৩ টাকা শূন্য ৯ পয়সা ও খুচরা ৩৫৩ টাকা ৫৯ পয়সা।
- গরুর মাংস কেজি পাইকারি বাজার মূল্য ৬৩১ টাকা ৬৯ পয়সা ও খুচরা ৬৬৪ টাকা ৩৯ পয়সা, ছাগলের মাংস পাইকারি বাজার মূল্য ৯৫২ টাকা ৫৮ পয়সা ও খুচরা ১০০৩ টাকা ৫৬ পয়সা, ব্রয়লার মুরগি পাইকারি বাজার মূল্য ১৬২ টাকা ৬৯ পয়সা ও খুচরা ১৭৫ টাকা ৩০ পয়সা, সোনালি মুরগি পাইকারি বাজার মূল্য ২৫৬ টাকা ১০ পয়সা ও খুচরা ২৬২।
- ডিম (পিস) পাইকারি বাজার মূল্য ৯ টাকা ৬১ পয়সা ও খুচরা ১০ টাকা ৪৯ পয়সা। দেশি পেঁয়াজ কেজি পাইকারি বাজার মূল্য ৫৩ টাকা ২০ পয়সা ও খুচরা ৬৫ টাকা ৪০ পয়সা, দেশি রসুন কেজি পাইকারি বাজার মূল্য ৯৪ টাকা ৬১ পয়সা ও খুচরা ১২০ টাকা ৮১ পয়সা, আদা আমদানিকৃত পাইকারি বাজার মূল্য ১২০ টাকা ২৫ পয়সা ও খুচরা ১৮০ টাকা ২০ পয়সা, শুকনো মরিচ কেজি পাইকারি বাজার মূল্য ২৫৩ টাকা ২৬ পয়সা ও খুচরা ৩২৭ টাকা ৩৪ পয়সা, কাঁচামরিচ কেজি পাইকারি বাজার মূল্য ৪৫ টাকা ৪০ পয়সা ও খুচরা ৬০ টাকা ২০ পয়সা।
- বাঁধাকপি কেজি পাইকারি বাজার মূল্য ২৩ টাকা ৪৫ পয়সা ও খুচরা ২৮ টাকা ৩০, ফুলকপি কেজি পাইকারি বাজার মূল্য ২৪ টাকা ৫০ পয়সা ও খুচরা ২৯ টাকা ৬০ পয়সা, বেগুন কেজি পাইকারি বাজার মূল্য ৩৮ টাকা ২৫ পয়সা ও খুচরা ৪৯ টাকা ৭৫ পয়সা , সিম কেজি পাইকারি বাজার মূল্য ৪০ টাকা ৮২ পয়সা, ও খুচরা ৪৮ টাকা, আলু কেজি পাইকারি বাজার মূল্য ২৩ টাকা ৩০ পয়সা ও খুচরা ২৮ টাকা ৫৫ পয়সা, টমোটো কেজি পাইকারি বাজার মূল্য ৩০ টাকা ২০ পয়সা ও খুচরা ৪০ টাকা ২০ পয়সা, মিষ্টি কুমড়া কেজি পাইকারি বাজার মূল্য ১৬ টাকা ৪৫ পয়সা ও খুচরা ২৩ টাকা ৩৮ পয়সা, খেঁজুর জাহিদি পাইকারি বাজার মূল্য ১৫৫ টাকা ৫৩ পয়সা ও খুচরা ১৮৫ টাতা ৭ পয়সা, মোটা চিড়া পাইকারি বাজার মূল্য ৫২ টাকা ৭৫ পয়সা ও খুচরা ৬০ টাকা, সাগর কলা হালি পাইকারি বাজার মূল্য ২২ টাকা ৬০ পয়সা ও খুচরা ২৯ টাকা ৭৮ পয়সা ও বেসন পাইকারি বাজার মূল্য ৯৯ টাকা ২ পয়সা ও খুচরা ১২১ টাকা ৩০ পয়সা।
What's Your Reaction?