দ্য হান্ড্রেডের ড্রাফটে সাকিব-তামিমসহ ১৬ বাংলাদেশি
শ্রীলঙ্কা সিরিজে নেই সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ঘরের মাঠে না খেললেও দেশের দুই সেরা ক্রিকেটারকে দেখা যেতে পারে দ্য হান্ড্রেডের চতুর্থ আসরে। ইংল্যান্ডের ১০০ বলের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ড্রাফটে নাম জমা দিয়েছেন সাকিব-তামিম। মোট ১৬ বাংলাদেশি নাম জমা দিয়েছেন দ্য হান্ড্রেডের প্লেয়ার্স ড্রাফটে।
সাকিব, তামিম ছাড়া বাকিরা হলেন- লিটন দাস, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, জাকের আলী, তানজিদ হাসান, আফিফ হোসেন, শামীম হোসেন, তাওহীদ হৃদয়, শহিদুল ইসলাম, হাসান মাহমুদ, সৌম্য সরকার এবং রনি তালুকদার। নারীদের মধ্যে একমাত্র জাহানারা আলম নাম জমা দিয়েছে ড্রাফটে।
পুরুষদের টুর্নামেন্টের জন্য নিবন্ধন করেছেন ৩৮৯ জন বিদেশি ক্রিকেটার। ড্রাফটে প্রতি খেলোয়াড়ের সর্বনিম্ন মূল্য আছে। সর্বোচ্চ ১ লাখ ২৫ হাজার পাউন্ডে সাতজন বিদেশি ক্রিকেটার। দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখের শ্রেণিতে আছেন নয়জন। তৃতীয় সর্বোচ্চ ৭৫ হাজার পাউন্ড শ্রেণিতে থাকা ১৪ জন ক্রিকেটারের মধ্যে একমাত্র বাংলাদেশি সাকিব।
৬০ হাজার পাউন্ড শ্রেণিতে আছেন বাংলাদেশের দুজন- তামিম ও লিটন। দুই পেসার তাসকিন ও শরিফুল নাম লিখিয়েছেন ৫০ হাজার পাউন্ড শ্রেণিতে। টাইগারদের মধ্যে বাকি ১০ জন বাংলাদেশি নিজেদের কোনো সর্বনিম্ন দাম উল্লেখ করেননি। মেয়েদের ড্রাফটে থাকা জাহানারাও আছেন সর্বনিম্ন মূল্য নির্ধারণ না করা খেলোয়াড়দের তালিকায়।
আগামী ১৮ই আগস্টে শুরু হবে দ্য হান্ড্রেডের চতুর্থ আসর। টুর্নামেন্টটির প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ২০শে মার্চ। ২২ দেশের ৮৯০ জন ক্রিকেটার এই টুর্নামেন্টের ড্রাফটে নিজেদের নাম জমা দিয়েছেন। ছেলেদের টুর্নামেন্টে অংশ নেয়া ৮ দল ১০ জন করে ক্রিকেটার রিটেইন করতে পারবে। নারীদের প্রতিযোগিতায় দলগুলো ৮ জন করে পুরোনো খেলোয়াড় ধরে রাখতে পারবে। এরইমধ্যে রিটেইন তালিকা জমা দেয়ার সময় শেষ হয়েছে। দলগুলো মোট ১৩৭ জন ক্রিকেটার রিটেইন করেছে। আর প্লেয়ার ড্রাফটে মাত্র ৭৫ জন ক্রিকেটার দল পাবেন। অংশ নেয়া প্রতিটি দলে ১৬ জন করে ক্রিকেটার নিতে পারবে। টুর্নামেন্টের আগে ওয়াইল্ড কার্ড ড্রাফটের মাধ্যমেও ক্রিকেটারদের দলে ভেড়াতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো।
স্পোর্টস ডেস্ক
What's Your Reaction?