দিনাজপুরের ১৩টির মধ্যে ১২ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই শিশু বিশেষজ্ঞ

দিনাজপুরের ১৩টির মধ্যে ১২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই শিশু বিশেষজ্ঞ। এতে সঠিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। বিশেষ করে জটিল রোগে আক্রান্তরা পাচ্ছেন না যথাযথ স্বাস্থ্যসেবা। এতে বাড়ছে ভোগান্তি। দ্রুত শিশু চিকিৎসক নিয়োগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চাহিদাপত্র দেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

Mar 4, 2024 - 10:00
 0  3
দিনাজপুরের ১৩টির মধ্যে ১২ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই শিশু বিশেষজ্ঞ

গেল তিন মাসে দিনাজপুরে ১৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতজনিত রোগসহ নানা জটিলতা নিয়ে ভর্তি হয়েছেন প্রায় চার হাজার রোগী। যার মধ্যে ৬০ ভাগই ছিল শিশু।

প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন শিশু বিশেষজ্ঞ থাকার কথা থাকলেও ১২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু বিশেষজ্ঞ নেই। এতে ভোগান্তিতে পড়ছেন রোগী ও স্বজনেরা। অনেক জটিল রোগের চিকিৎসায় শিশুকে নিতে হয় বেসরকারি হাসপাতাল কিংবা জেলা সদর হাসপাতালে।

হাসপাতালে আসা শিশুদের স্বজনেরা বলছেন, সাধারণ সর্দি-জ্বর নিয়ে শিশুকে হাসপাতালে ভর্তি করিয়েছেন। তবে হাসপাতালে নেই শিশু বিশেষজ্ঞ।
 
শিশুদের সঠিক চিকিৎসায় স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শিশু বিশেষজ্ঞ জরুরি বলে জানান ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান। তিনি বলেন, শিশুদের পর্যাপ্ত চিকিৎসার জন্য অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞ প্রয়োজন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শিশু বিশেষজ্ঞ থাকলে আরও উন্নত সেবা দেওয়া সম্ভব হতো।

শিশু বিশেষজ্ঞ নিয়োগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে বলে জানান দিনাজপুর জেলা সিভিল সার্জন এএইচএম বোরহান উল ইসলাম সিদ্দিকী। তিনি জানান, ৫০ শয্যার হাসপাতালগুলোতে জনবল কাঠামো অনুযায়ী শিশু বিশেষজ্ঞের পদ রয়েছে। জেলার ১৩টি উপজেলার ১২টি স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু বিশেষজ্ঞ নেই। দ্রুত এসব স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু বিশেষজ্ঞ পদায়ন করা হবে।

সদর হাসপাতালের বাইরে শিশু বিশেষজ্ঞ রয়েছে শুধু কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow