দাপুটে জয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিতেছিল শ্রীলঙ্কা। আর তাই সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। এমন ম্যাচে দাপুটে জয় পেয়েছে টাইগাররা। লঙ্কানদের ৮ উইকেটে হারিয়ে সিরিজে ১-১ এ সমতা আনলো নাজমুল হাসান শান্তর দল।
বুধবার (৬ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে লঙ্কানরা। দলের পক্ষে কুশল মেন্ডিস ২২ বলে ৩৬ ও কামিন্দু মেন্ডিস ২৭ বলে ৩৭ রান।
১৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আক্রমণাত্নক শুরু করেন দুই টাইগার ওপেনার লিটন দাস ও সৌম্য সরকার। লিটন কিছুটা দেখে শুনে খেললেও আগ্রাসী ব্যাটিং করতে থাকেন সৌম্য।
উদ্বোধনী জুটিতে ৬৮ রান সংগ্রহ করেন এই দুই ব্যাটার। তবে দলীয় ৮৩ রানের মধ্যে এই দুই ব্যাটারকে হারায় বাংলাদেশ। সৌম্য ২২ বলে ২৬ ও লিটন ২৪ বলে ৩৬ রান করে আউট হন।
এরপর নাজমুল হাসান শান্ত ও তাওহিদ হৃদয় মিলে রানের চাকা সচল রাখেন। বলে সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে থাকেন তারা। এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে ১১ বল হাতে রেখে দলের জয় নিশ্চিত করে মাঠে ছাড়েন তারা। শান্ত ৩৮ বলে ৫৩ ও হৃদয় ২৫ বলে ৩২ রানে অপরাজিত থাকেন।
নাজমুলের নিজের অর্ধশতকটা দলের জয়ে বড় ভূমিকা রেখেছে তো বটেই, তাঁকেও হয়তো ফর্মে ফিরতে সাহায্য করবে। বিপিএলে রান পাননি খুব একটা। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও করেছেন ২২ বলে ২০ রান। আজকের ইনিংসে পাওয়া এই ছন্দ সিরিজের বাকি ম্যাচগুলোতেও ধরে রাখতে চান নাজমুল, ‘ব্যাটসম্যান হিসেবে তো আমরা সবাই চাই প্রতি ম্যাচেই রান করতে। আমি আমার ফর্ম নিয়ে খুশি।’
ওদিকে হেরে গিয়ে শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত অধিনায়ক চারিত আসালাঙ্কার আক্ষেপ আরও ২০-২৫ রান বেশি করতে না পারার। তবে পাশাপাশি তাঁর কণ্ঠেও ছিল বাংলাদেশের ব্যাটসম্যানদের প্রশংসা, ‘ওরা এই কন্ডিশনে দারুণ ব্যাট করেছে। বিশেষ করে শান্ত (নাজমুল) ও হৃদয়।’
১-১ সমতায় থাকা সিরিজের শেষ ম্যাচটাও সিলেটেই হবে আগামী ৯ মার্চ।
অনলাইন রিপোর্ট
What's Your Reaction?