তুরস্ক সফরে যাচ্ছেন ফিলিস্তিন প্রেসিডেন্ট

Mar 4, 2024 - 10:35
 0  2
তুরস্ক সফরে যাচ্ছেন ফিলিস্তিন প্রেসিডেন্ট
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ছবি:সংগৃহীত।

আগামীকাল তুরস্ক সফরে যাচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি আন্টালিয়া ডিপ্লোম্যাসি ফোরামে (এডিএফ) এ ঘোষণা দিয়েছেন। সূত্র: হুরিয়াত ডেইলি। 

আল-মালিকি বলেছেন, সফরকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে বৈঠক করবেন প্রেসিডেন্ট আব্বাস। মন্ত্রী এই সফরকে 'দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার কার্যকর সম্পর্কের প্রতিফলন' হিসেবে বর্ণনা করেছেন।

ইউরোপীয় দেশগুলোকে উদ্দেশ করে ফোরামে ফিলিস্তিনের শীর্ষ কূটনীতিক আরও বলেন, 'দেশগুলোকে তাদের নিজেদের উদ্যোগ নিতে হবে এবং তাদের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে শুরু করতে হবে। '

ফিলিস্তিনি কর্তৃপক্ষের কথা উল্লেখ করে রিয়াদ আল-মালিকি বলেন, এই অঞ্চলে (গাজায়) ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে 'একমাত্র বৈধ কর্তৃপক্ষ যারা গাজায় কাজ করবে এবং তা অব্যাহত রাখবে। '

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও দেশটিতে আব্বাসের সফর নিশ্চিত করেছেন। ফিদান বলেন, এরদোগান ফিলিস্তিনের প্রেসিডেন্টের কাছে গাজার সর্বশেষ পরিস্থিতি এবং যুদ্ধের গতিপথ শুনতে চেয়েছিলেন। '

এ বিষয়েই এরদোগান ও আব্বাসের মধ্যে আলোচনা হবে বলে জানান তিনি। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow