খামেনির ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বাতিল, যা বলল ইরান

Mar 10, 2024 - 11:32
 0  2
খামেনির ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বাতিল, যা বলল ইরান
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি

অনলাইন ডেস্ক: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে। মেটার এ পদক্ষেপকে অবৈধ ও অনৈতিক বলে তীব্র নিন্দা জানিয়েছে তেহরান।

মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, গত মাসে খামেনির অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক এ প্রতিষ্ঠানটির মতে, ‘বিপজ্জনক সংস্থা ও ব্যক্তিদের’ বিষয়ে ফেসবুক ও ইনস্টাগ্রামের নীতি ‘বারবার লঙ্ঘন’ করায় বাতিল করা হয়েছে খামেনির অ্যাকাউন্টগুলো।

মেটার এ উদ্যোগের বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান। 

মিডল ইস্ট আই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, এটা অবৈধ ও অনৈতিক।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, একজন বিপ্লবী নেতার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট বাতিল করাটা শুধু বাকস্বাধীনতার লঙ্ঘন নয়, বরং তার লাখ লাখ অনুসারী ও সংবাদ প্রকাশের জন্যও অপমানজনক।

তিনি অভিযোগ করেন, সর্বোচ্চ নেতার অ্যাকাউন্ট বাতিল করার মধ্য দিয়ে ফিলিস্তিনের একজন বিশিষ্ট সমর্থকের মতামত সেন্সর করার (বিধিনিষেধ আরোপ) চেষ্টা করছে মেটা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow