খামেনির ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বাতিল, যা বলল ইরান
অনলাইন ডেস্ক: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে। মেটার এ পদক্ষেপকে অবৈধ ও অনৈতিক বলে তীব্র নিন্দা জানিয়েছে তেহরান।
মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, গত মাসে খামেনির অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক এ প্রতিষ্ঠানটির মতে, ‘বিপজ্জনক সংস্থা ও ব্যক্তিদের’ বিষয়ে ফেসবুক ও ইনস্টাগ্রামের নীতি ‘বারবার লঙ্ঘন’ করায় বাতিল করা হয়েছে খামেনির অ্যাকাউন্টগুলো।
মেটার এ উদ্যোগের বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান।
মিডল ইস্ট আই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, এটা অবৈধ ও অনৈতিক।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, একজন বিপ্লবী নেতার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট বাতিল করাটা শুধু বাকস্বাধীনতার লঙ্ঘন নয়, বরং তার লাখ লাখ অনুসারী ও সংবাদ প্রকাশের জন্যও অপমানজনক।
তিনি অভিযোগ করেন, সর্বোচ্চ নেতার অ্যাকাউন্ট বাতিল করার মধ্য দিয়ে ফিলিস্তিনের একজন বিশিষ্ট সমর্থকের মতামত সেন্সর করার (বিধিনিষেধ আরোপ) চেষ্টা করছে মেটা।
What's Your Reaction?