আরও বাড়লো এলপিজির দাম

Mar 4, 2024 - 13:07
 0  2
আরও বাড়লো এলপিজির দাম
এলপিজি সিলিন্ডার

এলপিজি সিলিন্ডারের দাম আরও বাড়লো। ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৭৪ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৪৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে বেড়েছে অটোগ্যাসের দামও। অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৬৭ টাকা ৬৮ পয়সা থেকে বাড়িয়ে ৬৮ টাকা ০৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।

রবিবার (৩ মার্চ) নতুন এই দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), যা আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

১২ কেজি সিলিন্ডার ছাড়াও সাড়ে পাঁচ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মার্চ মাসে সৌদি এরামকো প্রোপেন ৬৩৬.৫০ এবং বিউটেন ৬৩৬.৫০ মার্কিন ডলার হিসাব করে কমিশন এলপিজির দর নির্ধারণ করেছে।

বাংলাদেশে প্রোপেন বিউটেনকে ৩৫:৬৫ অনুপাতে মিশ্রিত করে এলপিজি তৈরি করা হয়।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে বাড়ানো হয় এলপিজির দাম। ১২ কেজি সিলিন্ডারের দাম ৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়। একইসঙ্গে অটোগ্যাসের দাম বাড়িয়ে ৬৭ টাকা ৭৬ পয়সা করা হয়।

তারও আগে জানুয়ারি মাসে ১২ কেজির দাম ১ হাজার ৪০৪ টাকা থেকে ২৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করে বিইআরসি।

বিইআরসির আদেশে আরও বলা হয়, রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির দাম ১১৯ টাকা ০৪ পয়সা থেকে বাড়িয়ে ২৬৬ টাকায় সমন্বয় করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow