অন্তঃসত্ত্বা দীপিকার দেখভালের জন্য পিতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন রণবীর

Mar 22, 2024 - 01:33
 0  1
অন্তঃসত্ত্বা দীপিকার দেখভালের জন্য পিতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন রণবীর
রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। ছবি: ইনস্টাগ্রাম

বিনোদন ডেস্কঃ এ কথা বললে বাড়াবাড়ি হবে না, বিটাউনের সবচেয়ে জনপ্রিয় দম্পতি রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। এই তারকা দম্পতির ঘরে এবার নতুন সদস্য আসছে। কিছুদিন আগেই দীপিকা সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন যে তিনি মা হতে চলেছেন। এ বছরের সেপ্টেম্বরে এই বলিউড নায়িকা সন্তানের জন্ম দেবেন। আর তাই তিনি বিরতি নিতে চলেছেন। তবে এ সময়ে দীপিকা আর সন্তানের পাশে নাকি পুরোপুরি থাকতে চান রণবীর। শোনা যাচ্ছে, রণবীর দীর্ঘদিনের জন্য পিতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন।
শোনা যাচ্ছে, দীপিকা তাঁর হাতের সব কাজ মোটামুটি সেরে ফেলেছেন। এদিকে রণবীরও এখন ছুটির মেজাজে। প্রায় এক বছরের লম্বা বিরতি নিতে চলেছেন তিনি। আর এ সময়ে দীপিকা এবং সন্তানের সঙ্গে সময় কাটাতে চান রণবীর। আর তিনি তাঁদের দেখভালে নিজেকে ব্যস্ত রাখতে চান বলে জানা গেছে।

আগামী বছর রণবীর সিং ভীষণ ব্যস্ততার মধ্যে কাটাতে চলেছেন। তাঁর হাতে আছে ‘বৈজু বাজওয়া’, ‘ডন থ্রি’, ‘শক্তিমান’ ও একটি অ্যাকশনধর্মী ছবি।

জানা গেছে, এই বলিউড তারকা সিদ্ধান্ত নিয়েছেন যে এসব প্রকল্পের আগে তিনি অন্য কোনো প্রকল্পের কাজ শুরু করবেন না। আর নতুন কোনো ছবি হাতে নেবেন না এই বলিউড তারকা। আগামী বছর এই ছবিগুলোর শুটিং শুরু করবেন তিনি। তাই এ বছর রণবীর নিজেকে খালি রাখছেন।

গত ২৯ ফেব্রুয়ারি এক পোস্টের মাধ্যমে দীপিকা আনুষ্ঠানিকভাবে তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেছিলেন। তিনি এক ছবি পোস্ট করেছিলেন। এই ছবিতে শিশুর টুপি, জুতা এবং বেলুন দেখা গিয়েছিল। এর পাশাপাশি দীপিকা জানিয়েছিলেন যে এ বছর সেপ্টেম্বরে তিনি সন্তানের জন্ম দিতে চলেছেন।

রণবীরকে আগামী দিনে ফারহান আখতারের ‘ডন থ্রি’ ছবিতে দেখা যাবে। এ ছবিতে তাঁর সঙ্গে জুটি বাঁধবেন কিয়ারা আদভানি। এ ছাড়া রণবীরকে দেখা যাবে আদিত্য ধরের এক অ্যাকশনধর্মী ছবিতে।

‘শক্তিমান’ ছবিতে আছেন এই বলিউড সুপারস্টার। এদিকে দীপিকার আসন্ন ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’। এই ছবিতে তাঁর সঙ্গে আছেন অমিতাভ বচ্চন আর প্রভাস। রোহিত শেট্টির ‘সিংঘাম এগেইন’ ছবিতে আসতে চলেছেন দীপিকা। এ ছবিতে তাঁর লুক ইতিমধ্যে প্রকাশ্যে এসে গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow